ফতুল্লা(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা কম্পাউন্ডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক মেহেদী, অতিরিক্ত পুলিশ (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম প্রমুখ। ইফতার মাহফিলে ফতুল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।