বিনোদন প্রতিবেদক:
নবীন-প্রবীণ, কবি-সাহিত্যিকদের মেলবন্ধনের মধ্য দিয়ে কাব্যকথা সাহিত্য পরিষদ আয়োজিত লালমাই সাহিত্য উৎসব ৯ মে শুক্রবার কুমিল্লা জেলার লালমাই এলাকার মজুমদার চা বাগানে শেষ হয়েছে। স্থানীয় মজুমদার ওয়ানড্রপ স্কুলের হলরুমে সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজিত সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কাব্য কথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা কবি আরিফ মঈনুদ্দিন। অভ্যর্থণায় ছিলেন মজমুদার চা বাগানের স্বত্ত্বাধিকারী তারিক মজুমদার। সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি পূঁথি সম্রাট জালাল খান ইউসূফী ও কবি শিপন হোসেন মানবের সঞ্চালনায় উৎসবে অংশ নেন নটরডেম ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর মোঃ জমির হোসেন,বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য,বাংলা একাডেমির পরিচালক ড. সাহেদ মন্তাজ,সুরকার গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার,আইনজীব মহসিন শেখ,কবি জামশেদ ওয়াজেদ,সফিউল্লাহ আনসারী,মামুন কবির চৌধুরী,আজাদ সরকার লিটন,জামাল উদ্দিন দামালসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অতিথি লেখক হিসেবে আলোচনা ও লেখা পাঠ করেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,জয়নাল আবেদীন জয়সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতেই আগত কবি লেখকদেরকে উত্তরীয় ও সম্মাননা ব্যজ পরিয়ে বরণ করে নেয়া হয়। উৎসবে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় শতাধিক কবি-লেখক স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।