নিজস্ব প্রতিবেদক : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে অগ্নিবীণা সাহিত্য পরিষদ এর উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে (বৃহস্পতিবার) বিকেলে পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উক্ত সংগঠন এর উপদেষ্টা অনামিকা হক প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি ফেরদৌস আলম ভুইয়া মিঠু।সংগঠন এর সভাপতি মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নওজরুল ইসলাম স্মৃতি সংসদ, নারায়ণগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: নাছির প্রধান, হাজী মিছির আলী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: রফিকুল ইসলাম,পাগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার মুখপাত্র সরফরাজ হক সজিব প্রমুখ।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এর মধ্যে ২১ জন শিক্ষার্থীকে সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয় পাশাপাশি নজরুল সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রিয়া খান,সঙ্গীতা দাস সিথি, কবিতা আবৃত্তি করেন ঈশিতা দাস ও মো: আমির হামজা।