আব্দুল্লাহ আল মামুন
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ১৬ নং সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুল্লভের পাড়ার রুবি আক্তার ২০ স্বামী আবদুল আউয়াল নামের এক গৃহবধূকে
কু-প্রস্তাব দেয়ার অভিযো উঠেছে একই এলাকার ৩ প্রতিবেশীর বিরুদ্ধে। এ বিষয়ে সাতকানিয়া থানা ও সেনা ক্যাম্পে গৃহবধূ বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, গত ৯জুন আনুমানিক রাত ১.৩০ দেড়টার সময় আমাদের প্রতিবেশী জিয়াবুল, ইরফান,ফয়সাল,তাদের কু-প্রস্তাবে রাজি হওয়ায় বসতঘরে আগুন দিতে না পেরে বাড়ির পাশের খড়ের স্তূপে আগুন দিয়ে পালিয়ে যায়।পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি ওয়াশ রুমে যাওয়ার প্রাক্কালে বৈদ্যুতিক লাইটের আলোতে ৩ জনকে দেখে চিনতে পারলেও অন্যদের চিনতে পারিনি। তখন আমি চিৎকার শুরু করিলে আমার স্বামীর পরিবারের সদস্যগন ওস্থানীয় নাছির। কবির আহমদ। মনজুর। শাহজাহান। আমিন শরীফ।আজিজ সহ আরো কয়েকজন প্রতিবেশী আসিয়া। খড়ের স্তূপে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে খড়ের স্তূপ আগুনে পুড়ে ছাই। প্রতিবেশীরা আগুন নিভাতে যতাসময়ে এগিয়ে না আসলে আমার স্বামীর বসতঘরে আগুন লেগে পরিবারের সদস্যসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিলো।এ বিষয়ে স্থানীয় নাছির পিতা কবির আহমদের সাথে কথা বলে জানা যায় আওয়ালের স্ত্রী রুবি আক্তারের চিৎকার শুনে আমরা গিয়ে দেখতে পাই বাড়ির পেছনে আগুনের লেলিহান এবং খড়ের স্তূপে আগুন দেখে বালতি করে পানি দিয় আগুন নেভাতে সক্ষম হই এবং প্রতিবেশীরা এগিয়ে না আসলেই তাদের বসতঘরে আগুন লেগে বড় ধরণের দূর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিলো। এবিষয়ে অভিযুক্ত ২ ও ৪নং বিবাদীরসাথে যোগাযোগ করলে তারা অস্বীকার করেন এ বিষয়ে সাতকানিয়া থানার এসআই বেলালের কাছে জানতে চাইলে তিনি জানান, সরেজমিনে গিয়ে দেখি খড়ের স্তূপে আগুন লাগার ঘটনা সত্য তবে আমরা তদন্ত পূবক আইনানুগ ব্যবস্থা নিবো।