চট্টগ্রাম ব্যুরো: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ৩ জুলাই নগরীর নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন চত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের সহযোগিতা সকাল ১০টায় ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়ে বেলা ২টা পর্যন্ত চলমান ছিল। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম মহানগরীর আয়োজনে শতাধিক লোকের ব্লাড গ্রুপিং নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডা. বেলায়েত হোসেন ডালির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ জাসিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলা সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমদ মানিক, ড্যাব নগর সভাপতি ডা. আব্বাস উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলম মনজু। এতে আরো উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা (প্রিভেনটিভ) ডা. হোসনে আরা বেগম, ডা. ইফতেখার হারুন, ডা. মোহাম্মদ আইয়ুব, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. ইমরুজ উদ্দিন, ডা. তানবির তান্না, ডা. মোনায়েম, ডা. বাজেদ আল হাসান, ডা. মামুনউদ্দিন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মেজবাহ উদ্দিন ও তার টিম, বাংলাদেশ রেডি ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা।