বিনোদন প্রতিবেদক:
রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৬৫তম সাহিত্য সভা ১২ জুলাই শনিবার বিকাল তিনটায় স্থানীয় উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছড়া কবিতা গল্প পাঠ করেন বিপুল হালিম, শম্ভুনাথ হালদার,হুমায়ুন কবির শিকদার,দেলওয়ার হোসেন রাতুল, আব্দুস সাত্তার, আবু হানিফ দিদারুল ইসলাম, পীযূষ কুমার হীরা, মুরাদ হোসেন, আপেল মাহমুদ,গুলজার হোসেন, মাহবুব আলম প্রিয়, সাইদুল ইসলাম,নায়েব আলী, গীতা রানী বিশ্বাস, রলি আক্তার, মারুফ হাসান। এ সভাটি ছিল অন্য সভা থেকে ব্যতিক্রম। অনুষ্ঠানে নির্ধারিত কোন আলোচক না থাকলেওও লেখাটি পঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এর ওপর আলোচনা সমালোচনা ও পাল্টা সমালোচনা হয়। এতে সময় বেশি লাগলেও সকলে এ পদ্ধতিতে শিখার ও জানার সুযোগ বেশি বলে মতামত দেন।