চট্টগ্রাম ব্যুরো।
চট্টগ্রামের পাঁচলাইশ এ জুলাই ২০২৪ এর গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। আজ সকালে নগরীর জুলাই স্মৃতি উদ্যানে এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জুলাই অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
স্মৃতিস্তম্ভটি নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায়, স্তম্ভের নকশা প্রণয়ন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জানিয়েছেন, এটি পরবর্তী প্রজন্মকে ইতিহাস জানার সুযোগ করে দেবে।