নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন বৃক্ষরোপণ আন্দোলন কর্মসূচি হিসেবে ও জেলা প্রশাসকের গ্রিন এন্ড ক্লিন কমৃসূচীর আওতায় ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টায় চরকাশিপুর লালনধাম আখড়ায় বৃক্ষরোপণ করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু,আশ্রমের খাদেম জালাল ফকির, কবি ও মুকাভিনেতা জহিরুল ইসলাম মিন্টু, কবি মোঃ শুক্কুর মাহামুদ জুয়েল,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশির খান,কবি ফয়সাল আহমেদ, কবি এম আর সেলিম, ইকবাল হোসেন রোমেছ, সাংবাদিক মঞ্জুর আহমেদ মুন্না,মুমিন, তুষার, রমিজ, তুহিন সহ আরো অনেকেই। আয়োজনে একাত্নতা প্রকাশ করেন কাশিপুর লালনধাম আখড়া প্রতিষ্ঠাতা শাহজালাল ফকির ও ফকির জালাল উদ্দিন। উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন প্রতিবছর ১০০০ বৃক্ষরোপণ আয়োজন করে থাকে তারই অংশ হিসেবে শুক্রবার এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপনপূর্বক আলোচনায় অতিথিবৃন্দ বলেন,গাছ পরিবেশ ও মানুষের জীবন রক্ষায় অতি কার্যকর। যেখানে সবুজের কোন চিহ্ন থাকে না সেখানে মানুষের বসবাস অত্যন্ত ভীতিকর। আসুন আমরা বছরে ১০টি করে গাছ লাগাই। এই গাছই একদিন আমাদের জীবনে সুখ শান্তি এনে দিবে। যারা গাছ কর্তন করে তারা দেশ ও জাতির শত্রু।