বন্দর প্রতিনিধি:
বন্দর থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ইং ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বন্দরের নবীগঞ্জস্থ সরকারি কদমরসুল কলেজের হলরুমে শেষ হয়েছে। ৩দিন ব্যাপী পরীক্ষার বৃহস্পতিবার ছিল সমাপনী দিন। বন্দরের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১শ’ ৭৩জন শিক্ষার্থী এবারের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় অংশ নেন বন্দর থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ কবির হোসেন,মোঃ সোহেল,নাট্যকার ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু,শিক্ষানুরাগী মোঃ বশির খান ও মোঃ মনিরুজ্জামান। এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শারমিন ফারজানা,সাধারণ সম্পাদক আরিফুর রহমান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।