লোহাগাড়া (চট্টগ্রাম)সংবাদদাতাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টি স্তুপে এক লাখ ৫১হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
২৯জুলাই সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসার সার্ভেয়ার ও কানুনগো নুরে আলম, লোহাগাড়া উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল, অফিস সহকারি রাহুল জয়সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলার পুটিবিলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। অভিযান পরিচালিত করে পুটিবিলা হাছনা ভিটা ব্রিজের দক্ষিণ পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ১লাখ ৫হাজার ঘনফুট বালু , ব্রিজের পশ্চিম পাশে ১ টি স্তুপ ২০হাজার ঘনফুট বালু,একই ইউনিয়ন এমচর হাট বাজারের উত্তর পার্শ্বে এলাকা থেকে ২টি স্তুপ ২৬হাজার ঘনফুট বালুসহ মোট ১লাখ ৫১হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে তাৎক্ষণিকভাবে স্পট নিলাম দেওয়া হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।