বন্দর(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
ছত্রিশে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। র্যালিতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ আহমেদ রেজা রিপন, সদস্য মাসুদ রানা,হাবিবুর রহমান মিঠু,বরকত উল্লাহ,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন,বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহেন শাহ্ আহম্মেদ,সাধারণ সম্পাদক নাজমুল হক রানা,বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন,বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিটন,বন্দর থানা যুবদল নেতা দ্বীন ইসলাম প্রধান,বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ,২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল প্রধানসহ বন্দর উপজেলা থানা বিএনপির সকল নেতা কর্মীরা। পরিশেষে তারা বন্দরের নবীগঞ্জস্থ বাগে এ জান্নাত কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট নিহত যুবদল কর্মী শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।