আব্দুল্লাহ আল চট্টগ্রাম দক্ষিণ:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোঃ জানে আলম [৪০] উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাইয়ানগর এলাকার ছালেহ আহমদের ছেলে। মঙ্গলবার [৫ আগষ্ট] রাত সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকা থেকে ঐ ব্যক্তিকে আটক করা হয়। অভিযান চলাকালে এস আই বেলাল জানায়,গোপন তথ্যের ভিত্তিতে করাইয়া নগর এলাকার লায়লার বাপের বাড়িতে সেনাবাহিনীর টহল দলসহ অভিযান চালিয়ে জানে আলম নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত পুরাতন বিদেশি রিভালবার, একটি পুরাতন কার্তুজ ও একটি কার্তুজের খোসা, ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি]মো.জাহেদুল ইসলাম বলেন,মাদক ও অস্ত্রসহ একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
অবৈধ অস্ত্র মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে