লোহাগাড়া (চট্টগ্রাম ) সংবাদদাতা।
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন এর ৬নং লোহাগাড়ায় ইউনিয়ন পরিষদে রাজনীতিবীদ,শিক্ষক সমাজ,,ছাত্র প্রতিনিধি,সুশীল সমাজও সাধারণ জনগণের সাথে আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
৭আগষ্ট( বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময়ে আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া,চট্টগ্রাম। সভায় সভাপতিত্ব করেন,আব্দুল মন্নান প্যানেল চেয়ারম্যান, ৬নং লোহাগাড়া ইউনিয়ন পরিষদ৷
আয়োজিত অনুষ্ঠানে রাজনীতিবীদ,শিক্ষক সমাজ,,ছাত্র প্রতিনিধি,সুশীল সমাজও সাধারণ জনগণ সকলেই নিজ নিজ জায়গা হতে পরামর্শমূলক বক্তব্য রাখেন৷
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন, সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত৷ সবার কথাগুলো আমি খুবই মনযোগ দিয়ে শুনছি৷ মাদক, কিশোর গ্যাংদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান শুরু হইছে৷ সবার প্রতাশিত বিষয় গুলো আমি গুরুত্ব সহকারে নিলাম৷
সুন্দর সমাজ এবং দেশ গড়তে সবার মধ্যে নৈতিক পরিবর্তন একান্ত জরুরি৷
সভায় আরো উপস্থিত ছিলেন, জাফর আলম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য, শাহআলম লিটন ৩নং ওয়ার্ড,আব্দুস ছবুর ৮নং ওয়ার্ড,নুরুক কবির ৯নং ওয়ার্ড, এনামুল হক বাবুল ৬নং ওয়ার্ড,মোঃ বেলাল ৪নং ওয়ার্ড,আব্দুল মালেক ৭নং ওয়ার্ড ,মোঃ হামিদ ৫নং ওয়ার্ড,জিনাত রেহেনা রসুন, ৭/৮/৯, লুৎফর নিছা বিউটি ৪/৫/৬, রেহেনা আকতার ১/২/৩
গ্রাম পুলিশ সদস্য , মোঃ নাছির,শাহজাহান,শমসুল আলম,ইউচুপ(১),ইউচুপ(২) আবুল বশরসহ আমন্ত্রিত রাজনীতিবিদ,শিক্ষক সমাজ,ছাত্র প্রতিনিধি,ও সাধারণ জনগণসহ সকল অতিথি বৃন্দ৷