আব্দুল আজিজ সাতকানিয়া থেকে:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ৯ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদার্শা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিয়ার বাড়ির কুখ্যাত সন্ত্রাসী আবদুল আজিজ (৩৭) কে বাড়ি ঘেরাও করে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে ক্ষুব্ধ জনতাকে নিবৃত্তের চেষ্টা করেন এবং আইন হাতে তুলে না নেয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে আসামিকে নিরাপদে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে আব্দুল আজিজের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদক পাচার ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে একাধিক মামলার আসামি আব্দুল আজিজকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুলিশে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন যৌথ বাহিনী।এ বিষয়ে সাতকানিয়া থানার এস আই মাহবুব এর কাছে জানতে চাইলে একাধিক মামলার আসামি আবদুল আজিজ নামের একজনকে গ্রেফতার বিষয় নিশ্চিত করেছেন।