লোহাগাড়া (চট্টগ্রাম)সংবাদদাতাঃ
চট্রগ্রামের লোহাগাড়া ট্রাফিক জোনের হাতে ৭৫ লিটার দেশীয় মদসহ ২জন আটক হয়েছে।আটককৃত আসামিরা হল,শ্যামল সর্দার (৬৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার সর্দার পাড়া( ১নং) ওয়ার্ডের মৃত মদন সর্দারের পুত্র এবং সাইফুল ইসলাম (৩২) একই জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম খুমন্ডি ফুলতল (৭নং) ওয়ার্ডের মৃত আহমদ মিয়ার পুত্র।
শনিবার (১৬ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিট এর দিকে উপজেলার লোগাহাড়া ট্রাফিক বক্সের সামনে চট্টগ্রামমূখী একটি মাহিন্দ্রা পরিবহনে তল্লাশি চালিয়ে দেশীয় চোলাই মদসহ ২ জন জেলেকে আটক করেছে লোহাগাড়া ট্রাফিক পুলিশ।
লোহাগাড়া ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার বলেন, নিয়মিত তল্লাশি চলাকালীন একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি করলে দেশীয় মদসহ ২জনকে হাতে নাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা বলে তারা চকরিয়া থেকে মাছ ধরে নিজ বাড়িতে রাওনা দিচ্ছিল।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম জানান, লোহাগাড়া ট্রাফিক জোন ৭৫ লিটার দেশীয় চোলাইমদসহ ২ জনকে আটক করে লোহাগাড়া থানায় হস্তান্তর করেছেন। আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।