প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১:৩৫ এ.এম
রমনা পার্কের সবুজ পরিবেশে শেষ হলো বাংলাদেশ লেখক সমিতির ৫৩৫ তম সাহিত্য অসর

নিজস্ব সংবাদদাতা:
১৬ আগষ্ট বিকাল ৪টায় রমনা পার্ক রেস্তোরাঁর উঠানে অত্যন্ত অনাড়ম্বরপূর্ণ আয়োজনে শেষ হলো বাংলাদেশ লেখক সমিতির ৫৩৫ তম সাহিত্য অসরটি । সমিতির সভাপতি রানা জামানের সভাতিত্বে এবারের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি ও সম্পাদক আলম হোসেন। প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ও দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল। আলোচনায় অংশ নেন সামসুল আলম জুলফিকার ও হাসান টগর। সভায় সমিতির প্রতিষ্ঠাতা ফরহাদ খাঁর ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ইতালী থেকে ভার্চুয়েলি যুক্ত হন ফরহাদ খার একমাত্র মেয়ে আইরিন পারভিন। লেখা পাঠে অংশ নেন গল্পকার রানা জামান,ছড়াকার শাহীন সালমান, মুর্শিদ উল আলম, আতিক হেলাল,কবি রবিউল মাশরাফি, আলম হোসেন, রেহেনা সুলতান, আহমেদ মঈন, খান কাওসার কবির, নূরুল হক,হাসান টগর, সামসুল আলম জুলফিকার, কবির ভূইয়া, জান্নাতুল বাকি,খন্দকার জিল্লুর রহমান, হুমায়ুন কবির শিকদার, মো. মজিবুর রহমান বকুল, শাহজাহান মোহাম্মদ, শাহদাত হোসেন হাওলাদার। পঠিত লেখার উপর আলোচনা করেন প্রধান অতিথি। আগামি সাহিত্য সভায় কেবলমাত্র ছড়া পাঠ অনুষ্ঠিত হবে। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আতিক হেলাল।
প্রকাশক ও সম্পাদক: সাব্বির আহমেদ সেন্টু সম্পাদক: সাব্বির আহমেদ সেন্টু নির্বাহী সম্পাদক: ডিএম মাইনউদ্দিন আহাম্মেদ ঠিকানা: ৩৭/২ জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা।