চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা:
পারিবারিক পুকুরে গোসল করতে নেমে চিরবিদায় হওয়া দুই খালাতো বোনকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর ঘাটের নিচ থেকে বেড়াতে আসা আফিফা ও তার ছোট খালাতো বোন হুজাইলা নুর সহ দুই জনের ই মৃত দেহ উদ্ধার করেছেন বলে জানা গেছে স্থানীয় সূত্রমতে। এ শোকাহত ঘটনা টি ঘটেছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ১৫ আগষ্ট শনিবার আনুমানিক ৫ টার দিকে ১৫ নং ছদাহা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মধু মার্কেট সংলগ্ন ওসমান ডাক্তারের বাড়ি হুজাইলা নুর [৮ ] পিতা মৃত সিরাজুল ইসলাম মাতা নুরজাহান উত্তর ছদাহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ও হুজাইলা নূরের খালাত বোন আফিফা [২২ ] চট্টগ্রামের বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী তার খালাম্মা র বাড়িতে বেড়াতে আসলে পারিবারিক পুকুরে দুই বোন গোসল করতে গেলে দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় হৈ হুল্লোড় শুরু হলে অনেক খোঁজাখুঁজির পর দুই বোনের মৃত দেহ উদ্ধার করেছে পুকুর ঘাটের নিচ থেকে। স্থানীয়দের সহযোগিতায় দুই জনকেই কেরানীহাটের মানবিক চিকিৎসা সেবা কেন্দ্র আশ্শেফা হাসপাতাল প্রাঃ লিঃ এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৈনিক বিজয় পত্রিকার প্রতিনিধি ঘটনাস্থল/সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন আনুমানিক ৫ টার দিকে গোসল করতে গিয়ে পুকুরে দুই খালাতো বোনের মৃত্যু হয় স্থানীয়দের কাছে আরো জানতে চাইলে এলাকাবাসী জানায় হুজাইলা নূর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তার পিতা ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম গত এক মাস পূর্বে মারা যায়। মা নুরজাহান উত্তর ছদাহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুজাইলা নূর ঐ স্কুলেই পড়াশোনা। এ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিফা তার খালা নূরজাহানের বাড়িতে বেড়াতে আসলে বান্দরবান জেলা সড়কে কোন এক পার্কে ঘুরে এসে পুকুরে গোসল করতে গিয়ে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। রাত আনুমানিক এগারোটার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান স্থানীয়রা। উপজেলা সাতকানিয়া অফিসার ইনচার্জ ওসি জাহেদুল ইসলাম এর কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থলে এস আই বেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছালে তিনি গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুকুরে দুই জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।