দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সিটি মেয়র শাহাদত
চট্টগ্রাম ব্যুরো।
স্বাধীনতা অর্জন করাই শেষ নয়, সেটি রক্ষা করাই বড় কথা উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন বলেন, ‘একটি দুর্নীতি মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে—যেখানে দেশপ্রেম, সততা, মানবিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিফলিত হবে।’
শনিবার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে শিশু-কিশোরদের চোখে জুলাই ২৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘স্বাধীনতার লড়াইয়ে যেমন শিশু-কিশোররা ভূমিকা রেখেছিল, তেমনি জুলাই আন্দোলনেও তারা জীবন বাজি রেখে মাঠে নেমেছিল। আজও নানা শকুনের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বাচ্চারা, কিশোররা আন্দোলন করেছে। যে জয় আমরা অর্জন করেছি, সেটিকে ধরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, না হয় স্বাধীনতার ফসল ঘরে তোলা সম্ভব হবে না।’
পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ও গণআন্দোলনের সময় সময়ে সংগীত, রচনা ও নাটক তৈরি হয়েছে। সে তুলনায় জুলাই বিপ্লবের পর এই চর্চা দেখছি না। নতুন প্রজন্মকে সংস্কৃতির দিকে মনোনিবেশ করতে কাজ করতে হবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরোজ আহমেদ এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াহিদ জামান, শাহ নেওয়াজ রিটন, ব্যবসায়ি ওসমান হারুন, মুহাম্মদ আজাদ ও ইমতিয়াজ ফারুকী।
এসময় জুলাই বিপ্লবে অবদানের জন্য চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগ্রামী ও দেশাত্মবোধক গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী।
সবশেষে মেয়র শাহাদাত হোসেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে সনদ ও উপহার তুলে দেন।