সাতকানিয়া সংবাদদাতা:
সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রবীণ শিক্ষক, বিশিষ্ট ওয়ায়েজ, পুরানগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন মনিয়াবাদ গ্রামের কৃতী সন্তান মাওলানা ইলিয়াছ আজাদ (৫৫) মেরুদন্ডের রোগজনিত কারণে নগরীর চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপী হসপিটালে চিকিৎসাধীন আছেন। গত সপ্তাহে তাঁর অপারেশন সম্পন্ন হয়েছে।
পরিবারের পক্ষ হতে তাঁর রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মাওলানাকে হাসপাতালে দেখতে যান কেঁওচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক, কেরানিহাট মা-শিশু হাসপাতালের ভাইস-চেয়ারম্যান আলহাজ আজিজুল হক, বায়তুশ শরফ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহমুদুল হক সওদাগর ও মোহাম্মদ আলী সওদাগর, ডেলিপাড়ার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আমিনুল ইসলাম এনু এবং দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার মোহাম্মদ বেলাল হোছাইন। মাওলানা আব্দুল মালেক সবাইকে নিয়ে মাওলানা ইলিয়াছ আজাদের রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে দুআ করেন। মাওলানা ইলিয়াছ আজাদের রোগমু্ক্তি কামনা করে মোনাজাত করছেন মাওলানা আব্দুল মালেক।