নিজস্ব সংবাদদাতা:
বন্দরের স্বনামধন্য বিদ্যাপীঠ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ ফরিদউদ্দীন স্মরনে ৩ সেপ্টম্বর মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে দোয়া অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া,মরহুমের ভাতিজা মোঃ শাহাদাৎ হোসেন,সাংবাদিক মোঃ কবির হোসেন ও সাব্বির আহমেদ সেন্টুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের স্বতস্ফুর্তঃ অংশগ্রহণে সাবেক কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া বলেন, শিক্ষা বিস্তারে ফরিদউদ্দীন সাহেব নিঃসন্দেহে একজন কীর্তিমান ব্যক্তি। তাঁর অবদান অনস্বীকার্য,তাঁর মতো ব্যক্তির জন্ম হয়েছে বলেই বন্দরের শিক্ষাঙ্গন সমুজ্জল হয়ে উঠেছে। কীর্তিমান ফরিদউদ্দীনরা কখনো মরেন না কর্মের মাঝেই তাঁরা অনন্তকাল বেঁচে থাকেন। মরহুমের ভাতিজা শাহাদাৎ হোসেন বলেন,আমার চাচা ফরিদউদ্দীন কেবল এই স্কুলের প্রতিষ্ঠাতা নন তিনি এই বন্দরের প্রথম মুসলমান এম এ পাশ ব্যক্তি। তিনি অনেক গুণী ব্যক্তি ছিলেন তাঁর সমন্ধে বলতে গেলে সারাদিনেও শেষ হবে না। তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণী নক্ষত্রকে হারালাম।