গাজী সাঈদ দেলোয়ার বক্তাবলী থেকে:
নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোপালনগরে অবস্থিত বক্তাবলী ব্রিজটিতে সাইট রেলিং না থাকায় এবং ব্রিজের ঢাল সমান না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে এই রাস্তায় চলাচল কারী যানবাহন। তারই ধারাবাহিকতায় ৫ জানুয়ারী রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় বালু বোঝাই টমটম নামে একটি যানবাহন ব্রিজে উঠতে না পেরে পিছনে ছুটতে থাকা টমটমটি পাশে থাকা বাড়ির দেওয়াল ভেঙ্গে টিনের ঘরে ঢুকে পড়ে, এতে কোনো মানুষ হতাহত হয়নি বলে জানান ঘটনা স্থলে থাকা সাধারণ মানুষ।ঘটনা স্থলে থাকা সাধারণ মানুষ জানান এই ব্রিজ দিয়ে চলাচল করে বক্তাবলী ইউনিয়ন সহ মুন্সীগঞ্জ জেলার খাসমহল বালুরচর ইউনিয়নের মানুষ এই রাস্তা বা ব্রিজের উপর দিয়ে চলাচল করার সময় আমরা শংকিত হয়ে পড়ি কারণ প্রতিনিয়ত যেভাবে দূর্ঘটনা ঘটে কখন জানি মানুষের প্রাণহানি ঘটে। ব্রিজের পূর্ব প্রান্তে সামান্য খাড়া ঢাল হওয়ার কারণে ছোট ছোট যানবাহন গুলো উঠতে গিয়ে আর ব্রিজের দক্ষিণ দিকের রেলিং না থাকায় এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানান স্থানীয় সাধারণ মানুষ। বিগত কয়েক বছর আগে এই রেলিং ভেঙে যাবার পর স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান সংস্কার না করায় যার কারণে ছোট্ট ছোট অটোরিকশার মত যানবাহন গুলি দুর্ঘটনার স্বীকার হচ্ছে। সরেজমিনে দেখা যায় ব্রিজের পূর্ব পাশে দক্ষিণ দিকের রেলিংয়ের সামনের অংশ ভেঙ্গে রয়েছে এবং ব্রিজের ঢাল অনেকটাই খাড়া হবার জন্য ব্যাটারি চালিত মিসুক পাশাপাশি ইটের ট্রিপ দেওয়া ট্রলিগুলো অনেক সময় ব্রিজে উঠতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। এলাকার স্থানীয় সাধারণ মানুষের দাবি দ্রুত ব্রিজের ঢাল এবং সাইট ব্যারিকেড মেরামত করে দুর্ঘটনার কবল থেকে ছোট ছোট যানবাহনসহ এলাকার সাধারণ মানুষ কে রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।