স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে রফিকুল ইসলাম(৩০)নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জ সদর নৌ থানাধীন হাজিগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অটোচালক রফিকুলের ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে। রফিকুলের পরনে সূতি শার্ট এবং সুতি প্যান্ট ছিল। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার লক্ষীবরদী গ্রামের মৃত কাশেম আলীর ছোট ছেলে। নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ একেএম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি তবে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে কি না ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।। রফিকুলের লাশ ময়নতদন্তের জন্য বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) পাঠিয়েছি। নিহতের স্বজনরা জানিয়েছেন,সে পেশায় একজন অটোচালক। গত ১জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১২টায় ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৪ ফেব্রুয়ারী বিকেলে তার পরিবারের পক্ষ থকে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।