নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) নারায়ণগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ খন্দকার শাহ আলম পৃথিবীর সকলের মায়া ত্যাগ করে ১৫ ফেব্রুয়ারী শনিবার ভোরে ইসদাইর বাজার জামে মসজিদে ফজর নামাজ পড়া অবস্থায় হঠাৎ শারীরিক ভাবে ষ্টোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর এ চীর বিদায়ে নারায়ণগঞ্জ ব্যবসায়ী মহলে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।বাদ জোহর ইসদাইর বাজার মসজিদে জানাজা শেষে মাসদাইর পৌর কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়।মৃত্যুকালে তিনি অনেক আত্নীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমের পরিবার এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে মরহুমের আত্নার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।এই উপলক্ষে ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আছর ইজদাইর বাজার জামে মসজিদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাহার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন মহান আল্লাহ যেন মরহুম শাহ আলম এর জীবনের সকল গুনাহ মাফ করে তাহাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।