নিজস্ব সংবাদদাতা:
২৬ জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসী ও দেশী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৩ জুন সোমবার বিকেল ৫টায় স্থানীয় সোনাকান্দা মিনি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল ম্যাচে দেশী একাদশ প্রতিপক্ষ প্রবাসী একাদশকে ১-০গোলের সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। উৎসবমুখর এ ম্যাচে দেশী একাদশের জয় আহমেদ জয়সূচক গোলটি করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বন্দর থানা বিএনপির সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শাহেনশাহ আহাম্মেদ। বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ রিপন। এ সময় মোঃ রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শাহেনশাহ আহাম্মেদ বলেন,মাদক দমনের মূল হাতিয়ার হচ্ছে খেলাধূলা। খেলাধূলাকে বাধ্যতামূলক করা হলে মাদকের ব্যবহার কমে যাবে। আসুন আমরা যে কোন স্থানে খেলাধূলার আয়োজন করি। আপনার আমার সন্তানকে ভাল রাখতে হলে খেলাধূলার বিকল্প নাই।
Leave a Reply