1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে ১২দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পাঠ করা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার জনপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এর ক্রাইম রিপোর্টার সালেহ উসমান ফাহিম কে পাওনা টাকা চাওয়াতে মামলা দিয়ে হয়রানি করার হুমকি এবং মেরে ফেলার হুমকি দেন চট্টগ্রামের চন্দনাইশের পারভেজ মিয়া, সে নিজেকে দাবি করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়ের ডাক্তার শাহাদাত এর ব্যক্তিগত সহকারী এবং বিশ্বস্ত কর্মী, যদিও পরিচয় টি সম্পুর্ন ভুয়া, এই বিষয়ে মেয়র ডাক্তার শাহাদাত এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার এখানে চাঁদাবাজ প্রতারকের কোন স্থান নাই আপনারা আইনি ব্যবস্থা নিন তাকে প্রশাসনের হাতে তুলে দিন পারভেজ এর সাথে সাংবাদিক ফাহিম এর পরিচয় ৩ বছর আগে থেকেই, সে পরিচয়ের বিশ্বাসে এবং পারভেজ এর বিলাসবহুল লাইফস্টাইল দেখে তার সাথে ব্যবসা করার প্রতিশ্রুতি দেন, ব্যবসার ধরন,মাছের আরত,পারভেজ তার নিজের আরত দাবী করে অন্য জনের আরতে নিয়ে যায় ফাহিম কে, এবং তার গাড়ির শো রুম আছে বলে ফাহিম কে লোন এর উপর একটা গাড়ি ক্রয় করার পরামর্শ দেন প্রতারক পারভেজ, তারপরে ফাহিম পারভেজ কে বিশ্বাস করে, বড় অংকের কিছু টাকা লোন করে এবং সুদের উপর নিয়ে পারভেজ কে দেয় যার ব্যাংক স্টেটমেন্ট এবং মানি রিসিড কল রেকর্ড, সাক্ষী সব রয়েছে,পরবর্তীতে যাচাই করে দেখা যায় পারভেজ এর কোনো শো রুম নেই সম্পুর্ন ভুয়া. এবং প্রতারক । সেটা জানতে পেরে ফাহিম তার কাছে টাকা ফেরত চাই সে ফাহিম কে বিভিন্ন অযুহাত দিয়ে কিছু টাকা ফেরত দে যা পাওনা টাকার ১০÷ এর ১ ভাগ তারপর থেকেই সে আর কল রিসিভ করে না এবং মাঝে মধ্যে কল দিয়ে টাকা দেওয়ার আসা দেয় আবারও যোগাযোগ বন্ধ করে দেয়,এখন ফাহিম যখন তার বিরুদ্ধে ফেসবুকে কিছু লেখালেখি করে, পারভেজ সাংবাদিক ফাহিম কে, এডভোকেট এবং জর্জ কে টাকা দিয়ে তার নামে মামলা করার ভয় দেখায়, এবং অপহরণ করার হুমকি দে মেরে ফেলার হুমকি দেয় যা সম্পুর্ন প্রমানিত,সাংবাদিক ফাহিম এর কাছে সে বিভিন্ন ধাপে টাকা আদায় করে যার সংখ্যা,(১) ১,৫০,০০০-(২) ২,৫০,০০০-(৩) ৭,৫০,০০০-(৪) ২০০০০০-(৫)- ১,৫০,০০০ (৬)- ১,৪৭,০০০! যা সম্পুর্ন ব্যাংক স্টেটমেন্ট আছে, এবং সে বিকাশে কিছু টাকা ফেরত দিছে তারও স্টেটমেন্ট রয়েছে, এবং পারভেজ এর সাথে পরিচয় হওয়ার পর থেকে তার সাথে যা কথা হয়েছে সব সাংবাদিক ফাহিম এর কাছে রেকর্ড রয়েছে এবং যে যে স্থানে গেছে সব ভিডিও রেকর্ড আছে, তার সাথে মেসেজ করা সকল স্ক্রিনশর্ট আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পারভেজ এর বিরুদ্ধে আইনি ব্যবস্তা নেওয়া হোক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি