সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডে এক মানসিক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে স্থানীয় সংবাদকর্মী ও সাতকানিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মাহফুজুন্নবি খোকন (৭৫) কে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটে শনিবার (৩০ আগষ্ট ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে।
ভিকটিম মোছাদ্দিকুল ইসলাম মান (১৫), মানসিক প্রতিবন্ধী কিশোর, পিতা মামুনুর রশীদ, ভোয়ালিয়া পাড়া, ৭নং ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা।পরিবারের অভিযোগ অনুযায়ী, সে তার মায়ের কথামতো ফার্মেসিতে ওষুধ আনতে বের হয়। এসময় একই এলাকার বাসিন্দা সাংবাদিক সৈয়দ মাহফুজুন্নবি খোকন তাকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক বলাৎকার করে।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে ভিকটিম ও অভিযুক্ত উভয়কে থানায় নিয়ে যায়।
সাতকানিয়া থানার পুলিশ জানায়, এ ঘটনায় ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এলাকাজুড়ে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Leave a Reply