আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম দক্ষিণ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কেরানীহাটের ১ম এক কিলোমিটার বান্দরবান জেলা সড়কে মাধব সেবায় নিয়োজিত আশ্শেফা হাসপাতাল
প্রাঃ লিঃ পাঁচতলা বিশিষ্ট ভবনের নিচতলায় ভেঙের ছাতার মতো অসংখ্য ঔষধের দোকান ও ফিজিওথেরাপি সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭.৩০ সাড়ে সাতটার দিকে সাতকানিয়া উপজেলা কেরানীহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে। এ সময় ৪টি ঔষধের দোকানকে ঔষধ ও কসমেটিকস আইন- ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫৫ হাজার টাকা ও ৩টি ফিজিওথেরাপি সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অভিযান পরিচালনায় অসংখ্য ফার্মেসিতে লাইসেন্স ও ঔষধের দিন তারিখ না থাকা বিভিন্ন মেডিসিন মান সম্মত যথাযথ স্থানে না রাখা ফ্রিজের অপরিচ্ছন্নতা ফার্মেসিতে যত্রতত্র ঔষধ ফ্লোরে ফেলে রাখা সহ অসংখ্য অনিয়ম। ফিজিওথেরাপি সেন্টারে অভিজ্ঞ ডাক্তার না থাকায় ভবিষ্যতের হুঁশিয়ারি ও পরামর্শ দিয়ে -বাইতুল ইজ্জত সংলগ্ন সত্যপীর মাজারের পাশে সত্যপীর ষ্টোরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসংখ্য যুবকদের হাতে থাকা মোবাইলফোন চেক করে জুয়াড় অ্যাপস থাকায় এক জনকে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয় ভবিষ্যতে মোবাইল ফোনে জুয়াড় অ্যাপস পাওয়া গেলে জরিমানার পাশাপাশি পরিবারের সদস্যদের সাক্ষাৎ এ মোবাইল ফোন ফেরত দিবে বলেও হুঁশিয়ারি প্রধান করেন।এসময় ১০ নং কেঁউচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন এর উপস্থিতিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মোবাইলে জুয়াড় অ্যাপস চেক করে জরিমানা করায় উপজেলা নির্বাহী অফিসার জনাব খোন্দকার মাহমুদুল হাসানকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে স্থানীয়রা বলেন যেদিকে যায় যুবকদের মোবাইল ফোনে শুধুই এ ধরনের জুয়া খেলার আড্ডার কর্মকাণ্ড দেখা যায় ।তবে এই প্রথম দেখলাম মোবাইল ফোনে জুয়াড় অ্যাপস নিয়ে ভিন্ন ধরনের ভ্রাম্যমাণ আদালত অভিযান যা একবারে বর্তমান সমাজের জন্য বাস্তব চিত্র। এটি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এভাবে অভিযান চালিয়ে সমাজের চিত্র ফিরিয়ে আনতে হবে। তাই উপজেলা নির্বাহী অফিসারকে স্বাদুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ও অনুরোধ জানান । উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন,জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে। এসময় উপজেলা সাংবাদিক বৃন্দ ও উপজেলা সহকারী কর্মকর্তা মিজানুর রহমান। মোঃ ফয়সাল সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply