1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কমান্ডার আর নেই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই জুলাইয়ে ওয়াসিমরা শহীদ হয়েছিল ৥ নাসির উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত সিডিএর কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ বন্দর থেকে সোহাগ হত্যা মামলার আসামী নান্নু র‌্যাবের হাতে গ্রেফতার চট্টগ্রামে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে হবেঃ  নুরুল হক নুর গণতন্ত্র বিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় নাt আমীর খসরু মাহমুদ চৌধুরী ইসলামী আন্দোলন আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলঃ এ্যাড.সাখাওয়াত বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ’র

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে মাসুদ-পন্টি প্যানেলের জয়-জয়কার

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৮ বার পাঠ করা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব (২০২৫-২০২৭) এর কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে আবু সাউদ মাসুদ সভাপতিও আফজাল হোসেন পন্টিসহ পূর্ণ প্যানেল বিজয় লাভ করেন।
শুক্রবার (২৭ জুন) সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা প্রেস ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়েছে। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।
এর আগে নির্বাচন পর্যবেক্ষন করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও র‌্যাব ১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এ.এইচ.এম সাজ্জাদ হোসেন। এছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোটের ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু সাউদ মাসুদ পেয়েছেন ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ১৬ ভোট এবং খন্দকার শাহ আলম পেয়েছেন ১০ ভোট।
সাধারণ সম্পাদক পদেআফজাল হোসেন পন্টি ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১৭ ভোট।
সহ-সভাপতি পদে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন রবিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ পেয়েছেন ২১ ভোট এবং অহিদুল হক খান পেয়েছেন ৪ ভোট।
যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক শাওন ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ১২ ভোট।
কোষাধ্যক্ষ পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান জুয়েল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী এটম পেয়েছেন ১৬ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপক কান্তি ভৌমিক পেয়েছেন ১৪ ভোট।
কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম জীবন, আরিফ আলমদীপু পেয়েছেন ৫০ ভোট, আব্দুস সালাম পেয়েছেন ৪৪ ভোট, এ কে এম মাহফুজুর রহমান পেয়েছেন ৪৩ ভোট ও ৪২ ভোট পেয়ে প্রণব কৃষ্ণ রায় নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ তার প্রতিক্রিয়ায় বলেন, “এই জয় ক্লাবের সকল সদস্যের। আমরা যে ঐক্যের ডাক দিয়েছিলাম, সদস্যরা তাতে সাঁড়া দিয়েছেন। আমরা ক্লাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নারায়ণগঞ্জ প্রেসক্লাব বিগত দিনের মতো নারায়ণগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখবে।”
তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচিন পরিচালনা কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “ভোটাররা আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমরা রক্ষা করবো। সাংবাদিকদের অধিকার ও মান উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।”
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীর কুমার সাহা, কমিশনের সদস্য ছিলেন মোহাম্মদ মাসুদুজ্জামান ও এডভোকেট নবী হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি