বন্দর প্রতিনিধি :-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বন্দর উপজেলা শাখার আওতাভুক্ত ৫টি ইউনিয়নের কর্মীসভা ৭ জুলাই রোববার উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ আলী আহাম্মদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান এম জি মাসুম রাসেল। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা। বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল প্রধানের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানা,সিনিয়র যুগ্ম আহবায়ক কামালউদ্দিন মীর্জা জনি ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল কিবরিয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন,মোঃ লিমন,মোঃ শামীম,সদস্য মোঃ উজ্জল,ইসমাইল হোসেন,মোঃ মামুন,কামাল প্রমুখ। পরিশেষে ৫টি ইউনিয়নের কর্মীদের মাঝে ফরম বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এম জি মাসুম রাসেল বলেন,নেতার সঙ্গে কর্মীরা আসে ঠিকই কিন্তু নেতার বক্তব্য শেষ হওয়ার পর পরই কর্মীরা চলে যান। এটা মোটেও ঠিক না। দলের জন্য কাজ করতে হবে শো-ডাউন দেখিয়ে কোন লাভ হবে না। এরা ক্ষতিকর কর্মী,নেতার জন্যও এরা ভীতিকর। এসব কর্মী নেতাকে কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবে না। কাজেই আমরা প্রকৃত কর্মী বেছে বেছে নিবো। দেখবো কোন নেতার কর্মীরা সভার শেষ অবধি থাকে,কারা দলের আনুগত্য। স্বেচ্ছাসেবক দলে কোন ক্ষতিকর কর্মীর প্রয়োজন নেই।
Leave a Reply