নিজস্ব সংবাদদাতা:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। ১৮ জুলাই শুক্রবার বিকেল ৫টায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে এসব কর্মসূচী পালিত হয়। শুরুতেই বিশাল মিছিল নিয়ে তিনি ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় হতে থানার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন। প্রতিবাদ সমাবেশে উদ্যোক্তা আবুল কাউছার আশা ছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন ও নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহবায়ক এ্যাড. সামসুন্নাহার বাঁধন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাকুর রহমান মোস্তাক,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহ আলম, বন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আনসার আলী,মুসাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির মাহমুদ,একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজুল হক প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বক্তব্য রাখতে গিয়ে আবুল কাউছার আশা বলেন,আপনারা দেখেছেন ৫ তারিখের গণ অভ্যুত্থ্যানের পরে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। তার পরবর্তী সময়ে আমাদের দলের বিরুদ্ধে বিভিন্নভাবে মিডিয়া ট্রায়াল চলছে। তারই ধারাবাহিকতায় মিটফোর্ড থেকে শুরু করে বিভিন্ন ঘৃন্য হত্যাকান্ডে জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়ানোর কৌশল করা হচ্ছে। তিনি আরো বলেন,আপনারা ফেসবুকে দেখবেন যারা হত্যাকান্ড নিয়ে বিরূপ কমেন্ট করেছে তাদের আইডিতে ঢুকে দেখবেন তারা একাত্তুরের পরাজিত শক্তি। তারেক রহমান সাহেব মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক বীরমুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র স্বভাবতঃ এই গাত্রদাহ করাটাই স্বাভাবিক। যেমনটা একাত্তুরে হয়েছিল। এটা কিন্তু একাত্তুর না। এখনো যদি আপনাদের চরিত্র সংশোধন করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের যেভাবে লাল কার্ড দেখিয়েছে ঠিক সেভাবে আপনাদেরকেও লাল কার্ড দেখাবে।
Leave a Reply