নিজস্ব সংবাদদাতা:
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ২০২২ ও ২০২৩ সালের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাইয়ূম খানের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক রোকসানা রহমান সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) রহিমা আক্তার ইতি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণও এতে উপস্থিত ছিলেন।
Leave a Reply