লোহাগাড়া( চট্টগ্রাম ) সংবাদদাতা:
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২ জন ছিনতাইকারীসহ ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় লোহাগাড়া সেনাক্যাম্পের বিশেষ টিম৷
উল্লেখ্য , গত ৩আগস্ট রোববার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ইয়াসিন আরাফাত (২১) রিক্সা চালককে আমিরাবাদ বাজারের কাছে ৩ জন ছিনতাইকারী আক্রমণ করে এবং তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সোমবার ( ৪আগষ্ট) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে ছিনতাইকারীর সদস্য শিমুল ( ২৬)কে নিজস্ব বাড়ি থেকে এবং অপর সদস্য সাইফুল ইসলাম (২৯)কে টহল টিম আমিরাবাদ স্টেশন থেকে আটক করা হয়৷
ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৩আগস্ট রোববার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ইয়াসিন আরাফাত (২১) রিক্সা চালককে আমিরাবাদ বাজারের কাছে ৩ জন ছিনতাইকারী আক্রমণ করে এবং তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ রাখলে আমাদের বিশেষ টিমের সাহায্যে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হই৷
পরবর্তীতে ছিনতাইকারী ২ জনকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এবং উক্ত মোবাইলটির মালিক (ইয়াসিন আরাফাত) কে মোবাইলটি প্রদান করা হয়।
Leave a Reply