লোহাগাড়া( চট্টগ্রাম) সংবাদদাতা ঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে মাদকদ্রব্য পাচার হবে বলে খবর পাওয়া যায়৷ এরই ধারাবাহিকতায় লোহাগাড়া আর্মি ক্যাম্প কর্তৃক চুনতি ডেপুটি বাজারে একটি অস্হায়ী চেকপোস্ট স্হাপন করা হয়
বৃহস্পতিবার (২১আগষ্ট) রাত ১২টার সময়ে লোহাগাড়া হতে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া একটি মেরুম কালার প্রিমিয়াম গাড়ি থামানো হয় পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঐ গাড়ি থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়৷
আটককৃতরা হলেন,( ১) মোঃ নাজিম উদ্দিন (৪৫)পিতাঃ হাজী আবুল হোসেন লোহাগাড়া সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড। (২) মোঃ রিয়াজ উদ্দিন (৩৫)পিতাঃ হাছি মিয়া লোহাগাড়া সদর ইউনিয়ন, ৭নং ওয়ার্ড, সুখছড়ি। (৩) তাজুল ইসলাম (৩৯)পিতাঃ শহিদ উল্লাহ৩ নং ওয়ার্ড, ভবেরচর।থানা- গজারিয়া, জেলা – মুন্সিগঞ্জ।
বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া কর্তব্যরত , মেজর আহসানুল করিম রাঈম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর চৌকস গোয়েন্দার একটি টিম৷
দীর্ঘদিন ধরেই মাদকসেবন কারীদের নিকটে বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা আরো শিকারউক্তি দেয় যে, উদ্ধার করা অবৈধ মাদক লোহাগাড়া থানার এস আই কামাল হোসেন এর নির্দেশে কক্সবাজারে পাচার করতাছে বিক্রির উদ্দেশ্যে৷
এস আই কামাল হোসেনের সাথে তার বক্তব্যটা নেওয়ার জন্যে একাদিক বার যোগাযোগ করলেও তিনি ফোন কল রিচিব করেন নি৷
লোহাগাড়া সেনাক্যাম্পে কর্তব্যরত মেজর আহসানুল করিম রাঈম জানান, গোয়েন্দাসূত্রে খবর পেয়ে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে লোহাগাড়া হতে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া একটি মেরুন কালার প্রমিয়াম গাড়ি থামানো হয় এবং তল্লাশী পূর্বক ৪৮ বোতল ফেনসিডিল সহ ০৩ জন আটক করতে সক্ষম হয়।
Leave a Reply