1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে ১২দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

মাদক উচ্ছেদ করা গেলে অপরাধের শিকড় সমূলে উৎপাটন সম্ভব ৥  প্রফে. আলিয়ার হোসাইন

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পাঠ করা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

স্টাফ রিপোর্টার:
লন্ডনের নর্থামব্রিয়া ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ও ড্যান্ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর আলিয়ার হোসেন বলেছেন,সমাজে অপরাধ প্রবণতা মূলে হচ্ছে মাদক। মাদক উচ্ছেদ করা গেলে অপরাধের শিকড় সমূলে উৎপাটন সম্ভব। কাজেই আমাদের উচিত তরুন এবং যুব সমাজকে খেলাধূলায় উদ্ধুদ্ধ করা। ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে প্রোভাইড করে তাদেরকে আগামী দিনে দেশ গড়ার কাজে লাগাতে হবে। ২৭ আগষ্ট বুধবার নারায়ণগঞ্জ ক্লাবের ৫ম তলাস্থ ক্যাফটেরিয়া লাউঞ্জে ড্যান্ডি ফাউন্ডেশন আয়োজিত আরাফাত রহমান কোকো ইন্টারন্যাশনাল ব্লিটজ দাবা টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলিয়ার হোসেন আরো বলেন,নারায়ণগঞ্জে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত মানুষ। গ্যাস,বিদ্যুত,পানি থেকে শুরু করে সকল প্রকার নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছে। এসব সমস্যা সমাধানে সঠিক পথ খুঁজে বের করতে হবে। আমাদেরকে কেবল বিদ্যা শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। দেশ ও জাতির উন্নয়নেও দক্ষ নাগরিক হিসেবেও নিজেদেরকে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সংস্কার কমিশন এর অন্যতম সদস্য ব্যারিষ্টার মঈন ফিরোজী। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে ছিলেন স্কুল অব লিডারশীপ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মুহাম্মদ ফয়েজ কাউছার,স্কুল অব লিডারশীপ এর কোষাধক্ষ বিপু চৌধুরী, হুমায়ুন পাটওয়ারী,সাইদুল্লাহ হৃদয়, বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রধান দাবা বিচারক মোঃ হারুন অর রশীদ,নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, ও ড্যান্ডি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়ালিউল হোসেন দিপন।
প্রতিযোগিতায় ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার নাইম হক রানারআপ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয় ও ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ চতুর্থ স্থান লাভ করেছেন। এ্ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার শরীফ হোসেন, রায়হান রশিদ মুগ্ধ, আবদুল মান্নান, ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, আহমেদুল করিব চৌধুরী, মোকসেদ খান, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ফরহাদুর রহমান সাবাব, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সাফায়েত কিবরিয়া আযান, মাবরুর রাদ, রিয়াদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ জয়নাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি