1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে ১২দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

সাতকানিয়ায় পারিবারিক বিরোধে ইয়াছমিন নামের এক নারীকে মারধর„ থানায় অভিযোগ!

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার পাঠ করা হয়েছে

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬নং সাতকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের করইয়া নগর খন্দকার পাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে মোছাম্মৎ ইয়াছমিন আক্তার নামের ১নারীকে মারধরের দায়ে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।
গতকাল এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় আহত ইয়াছমিন আক্তারের স্বামী ফরিদুল আলম বাদী হয়ে একই এলাকার মোঃ সাকিব (২৫), আক্তার কামাল (৫৮) ও মোঃ জামাল (৪৭) এর নাম উল্লেখ করে ১০/১২জন আসামী দেখিয়ে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উল্লেখিত বিবাদীরা বাদীর পার্শ্ববর্তী বাড়ীর লোক । বিবাদীদের সাথে বাদীর বসত ঘরের সিড়ির বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। গত ২৬জানুয়ারি বিকাল
অনুমান সাড়ে ৪টার সময় উল্লেখিত ২নং বিবাদী বাদীর বাড়ীতে ঢুকে বাদীর বিল্ডিং এর সিড়ির মধ্যে জায়গা পাইবে মর্মে দাবী করে । ঐ সময় বাদী বিবাদীকে তাহার দাবীকৃত জায়গার স্ব-পক্ষের দালিলিক কাগজপত্র দেখানোর জন্য বলিলে উক্ত বিবাদী বাদীকে কোন কাগজপত্র দেখাইতে পারে নাই। এক পর্যায়ে উক্ত বিবাদী বাদীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় এবং বাদীকে বিভিন্ন
ধরনের হুমকি ধমকি দিয়া চলিয়া যায়। গত ২৭জানুয়ারী বাদী বাদীর কর্মস্থল চট্টগ্রাম শহরে চলিয়া যায় । বাড়ীতে বাদীর স্ত্রী ও ০২ কন্যা সন্তান ছিল । গত ২৯জানুয়ারী রাত অনুমানসাড়ে ৮টায় উপরোক্ত ২নং বিবাদী নেতৃত্বে সকল বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীরা পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র, সস্ত্রে সজ্জিত হইয়া বসত বাড়ীতে আসিয়া বাদীর স্ত্রী ইয়াছমিন আক্তার কে দরজা খোলার জন্য বলে। বাদীর স্ত্রী দরজা খোলার সাথে সাথে বিবাদীগন বাদীর ঘরের ভিতর প্রবেশ করিয়া বাদীকে মারধর করার জন্য খোঁজাখুঁজি করে । ঐ সময় বাদীর স্ত্রী ইয়াছমিন আক্তার (৪০) প্রতিবাদ করিলে ১নং বিবাদী তাহার হাতে থাকা গাছের লাঠি দ্বারা বাদীর স্ত্রীকে এলোপাতারি মারধর করে হাতে, কোমরে, পিঠে সহ তাহার শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক ফুলা জখম করে। ২ ও ৩নং বিবাদীদ্বয় বাদীর স্ত্রীকে কিল, ঘুষি মারিয়া জখম করে এবং বাদীর স্ত্রীর পরনের কাপড়-চোপড় টানা হেছড়া করিয়া ছিড়িয়া ফেলে। ১নং বিবাদী লাঠি দ্বারা বাদীর ফ্রিজে বারি মেরে ফ্রিজ ভাংচুর করে ২০হাজার টাকার ক্ষতি সাধন করে। একপর্যায়ে বিবাদীগন বাদীর বাড়ির কক্ষে থাকা আলমারী ভেঙ্গে বাদীর স্ত্রীর ব্যবহৃত সাড়ে চার ভরি স্বর্নালংকার মূল্য অনুমান ৫ লাখ ৮৫ হাজার টাকা নগদ ৯২ হাজার টাকা লুটপাট করিয়া নিয়া যায়। এছাড়াও বিবাদীগন বাদীর ঘরের আরো অনেক জিনিসপত্র ভাংচুর ও তছনছ করিয়া অনেক টাকার ক্ষতিকরে। বাদীর স্ত্রীর ডাক চিৎকার শুনে সাক্ষীগন সহ আশপাশ থেকে লোকজন আসিতে দেখিয়া বিবাদীগন পালিয়ে যাই।পরবর্তীতে সাক্ষীগন ও আশপাশের লোকজন এসে বাদীর স্ত্রীকে উদ্ধার করে সাতকানিয়া সরকারী হাসপাতালে নিয়া চিকিৎসার ব্যবস্থা করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার বাদীর স্ত্রীর অবস্থা খারাপ দেখিয়া তাহাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে বাদীর স্ত্রী চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এব্যাপারে বিবাদী আক্তার কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন ঘটনা করি নাই বলে জানান। এদিকে ঘটনা অস্বীকার করে  বিবাদী সাকিব বলেন, আমরা ঘটনা করিনি।বাদীরা নিজেরা নিজেদের মধ্যে ঘটনা করে আমাদের উপর দোষ চাপাচ্ছে বলে জানান। এব্যাপারে সাতকানিয়া থানার এ এস আই মোস্তাকের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি