নিজস্ব সংবাদদাতা:
একুশে ফেব্রুয়ারিতে মহান শহীদ ও আন্তাজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের নুরবাগস্থ নুরবাগ ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার পরিবর্তে শহীদদের স্মরণে খতমে কুরআন এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সদস্যবৃন্দদের মতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফুল অপচয় করে টাকা নষ্ট করার পরিবর্তে শহীদদের জন্য দোয়া করলে বরং তাদের জন্য বেশি উপকার হবে। এবং এইসব অপচয়ের টাকা তাদের পরিবারের জন্য, দেশের দুস্থ লোকদের জন্য খরচ করা হয় তা বেশি উপকারে আসবে। তবে এটা তাদের ব্যক্তিগত মতামত, দেশের মানুষের আবেগ, ভালোবাসা, সংস্কৃতির প্রতি তাদের যথেষ্ট সম্মান রয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ শোয়েব হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলিফ মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরবাগ ছাত্র-যুব সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সকল দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং সাধারণ এলাকাবাসী।
Leave a Reply