1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পুত্র স্বভাবতঃ গাত্রদাহ করাটাই স্বাভাবিকঃ আশা বিএনপি নেতা আশার সমাবেশে যুবদল নেতা হুমায়ূনের মিছিল নিয়ে যোগদান জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে জেলা ও মহানগর জাসাসের মানববন্ধন আজ যারা গাছ কর্তন করে তারা দেশ ও জাতির শত্রুঃ নাজেসাফা ৫৪ কোটির সংস্কার, সে সড়কই মৃত্যুফাঁদ! বন্দরে যুবদল নেতা দ্বীন ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ড. ইউনূস ভাল লোক হলেও সরকারের মধ্যে কিছু দুষ্ট লোক ঢুকেছে ঃ এ্যাড. সাখাওয়াত বন্দরে বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কমান্ডার আর নেই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই জুলাইয়ে ওয়াসিমরা শহীদ হয়েছিল ৥ নাসির উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে এক গৃহবধূর ৬ নবজাতক প্রসব

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭১ বার পাঠ করা হয়েছে

চট্টগ্রাম ব্যুরো।

১০ মে শনিবার বেলা আড়াইটার দিকে কোনো অস্ত্রোপচার ছাড়া একে একে ছয়টি সন্তান প্রসব করেন মরিয়ম বেগম (৩০) নামের এই গৃহবধূ ।
নগরের মেহেদীবাগের ন্যাশনাল হসপিটালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে একটি ছেলে, অন্য পাঁচটি মেয়ে। ছয়টি শিশুই সুস্থ রয়েছে। তবে সাবধানতার জন্য তাদের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। এর আগেও ওই নারী দুবার সন্তান প্রসব করেছেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
মরিয়মের সন্তান জন্মদানের বিষয়টি তদারক করেছেন প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ নাজনীন সুলতানা মরিয়ম। নাজনীন সুলতানা বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় মরিয়ম বেগম পাঁচটি মেয়ে ও একটি ছেলেসন্তান প্রসব করেছেন। সবাই সুস্থ রয়েছে।
১০ মে বেলা ১টা ১৮ মিনিটে মরিয়ম হাসপাতালে ভর্তি হন। এর আধা ঘণ্টা পর একে একে ছয় সন্তান প্রসব করেন বলে হাসপাতাল সূত্র জানায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পাঁচটা) ওই নারী লেবার কক্ষে ছিলেন। সেখান থেকে কেবিনে পাঠানো হবে বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি দানকারী কর্মকর্তা শাহদাত হোসেন জানান, ‘দুপুরে তিনি ব্যথা নিয়ে ভর্তি হন। এরপর লেবার কক্ষে নিয়ে যাওয়া হয়। নাজনীন ম্যাডামের তত্ত্বাবধানে ছয়টি বাচ্চার জন্ম হয়। প্রত্যেক বাচ্চার ওজন মোটামুটি স্বাভাবিক। তাদের এনআইসিইউয়ে রাখা হয়েছে।’

মরিয়ম বেগমের বাড়ি কক্সবাজার জেলায়। হাসপাতালে ভর্তির সময় নগরের হিলভিউ এলাকার ঠিকানা দেওয়া হয়েছে। তাঁর স্বামীর নাম নূর আহমেদ। তিনি প্রবাসী। হাসপাতালে মরিয়মের বাবা মঞ্জুরুল আলম রয়েছেন। বিষয়ে তার পরিবার কোন কথা বলতে রাজি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি