1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য উপদেষ্টার গণমাধ্যমে দেওয়া বক্তব্যের আলোকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে নজরুল জয়ন্তী উৎসব করেছে কবি নজরুল একাডেমী

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৭৬ বার পাঠ করা হয়েছে

চট্টগ্রাম ব্যুরো: কবি নজরুল একাডেমি চট্টগ্রামের আয়োজনে নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে জুন) বিকেলে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের খুলশি কার্যালয়ে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী।উম্মে সালমা নিঝুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাসান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক  ড.কামাল উদ্দিন নজরুল গবেষক,  দৈনিক এই বাংলার নির্বাহী সম্পাদক ও কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা ওয়াহিদ জামান। সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাসান বলেন, সার্বজনীন কবি নজরুলকে জানার এবং বুঝার একটি প্রজন্ম প্রয়োজন। শুধু পাঠ্যক্রমের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ রাখার কারণে দেশের শিশু কিশোররা নজরুলের বিস্তৃতি  সম্পর্কে জেনেছে কম। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, অসংখ্য গানের রচয়িতাও। তিনি শুধু গীতিকার নন, অভিনেতাও। এমনকি একজন রাজনীতিবিদও ছিলেন তিনি। নজরুল গবেষক ড.কামাল উদ্দিন বলেন,  ভারতবর্ষ যখন ইংরেজদের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করছে তখন ১৯২১ সালে গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়। সেই সময় অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনেক ভারতীয়কে কারাগারে বন্দি করা হয়। তখন কাজী নজরুল ইসলামকে বন্দি করা হয়। কবি নজরুল কখনো তিনি প্রেমিক, কখনো বিদ্রোহী আবার কখনো বাউণ্ডুলে। সাহিত্য ও সংগীতে এমনই তাঁর প্রকাশভঙ্গী। ‘সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, আজীবন সংগ্রামী ও চিরস্বাধীনচেতা এক মহামানবের মহাকাব্যিক, মহাবীরের নাম কবি কাজী নজরুল ইসলাম। নজরুল সমগ্র বিশ্বের আপামর মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরস্মরণীয়, বরণীয় হয়ে মহাকালের মহাবিস্ময় হিসেবে চিরভাস্মর হয়ে থাকবেন। ‘অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল একাডেমি চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক মো: নুরনবী,  পরিচালক জেবুন নাহার শারমিন ও সহকারি আবৃত্তি প্রশিক্ষক স্নিগ্ধা বড়ুয়া, কারিশমা কবির ঐশী, উম্মে সালমা নিঝুমসহ অনেকে। অনুষ্ঠানে একক নজরুল সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নজরুল সংগীত শিল্পী তনুশ্রী দাস ও সোমা শীল। পরে, কবি নজরুল ইসলামের গান, ছড়া, কবিতা আবৃত্তিতে মঞ্চ মাতান একাডেমির শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি