ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে বাসা ভাড়া নেওয়ার অভিনব কৌশলে চুরির অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। অভিযুক্ত মোঃ আশরাফুল আলম ওরফে ইরান খান ওরফে রাকিব হাসান (৩৬) কে নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুন্ঠিত মালামালও উদ্ধার করা হয়। ঘটনার সূত্রপাত ১৮ জুলাই ২০২৫ ইং তারিখে, যখন অভিযুক্ত রাকিব হোসেন নাম ব্যবহার করে মিরপুর সেকশন-২ এলাকায় এক ভাড়া বাসায় সাবলেট হিসেবে ওঠেন। রুমমেটের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চাওয়ার পর তিনি তা পরে জমা দিবেন বলে জানান এবং অগ্রিম ভাড়াও পরিশোধ করেন।২০ জুলাই ভোরে বাসার অন্যরা ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লে অভিযুক্ত বাসা থেকে ব্যবহারিত HP 250 G10 ল্যাপটপ, iPhone 13 Pro Max, একটি স্মার্ট ওয়াচ, একটি মানিব্যাগ এবং চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি চুরি করে পালিয়ে যান। মামলার তদন্তের দায়িত্ব নেওয়ার পর, মিরপুর মডেল থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে সনাক্ত করে এবং লোহাগড়া থানার দিঘলীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানের সময় চুরি হওয়া ল্যাপটপ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও মানিব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় মিরপুর মডেল থানায় পেনাল কোডের ধারা ৩৮০ মোতাবেক মামলা নং ৬১, তারিখ ২১/০৭/২০২৫ ইং রুজু করা হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আশরাফুল আলমের বিরুদ্ধে পূর্বেও প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে, এবং তার কর্মকাণ্ডের বিষয়ে আরও অনুসন্ধান চলছে।
Leave a Reply