ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার: রাজধানীর এক ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া চুরির ঘটনায় দায়েরকৃত মামলার ভিত্তিতে পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি মো. আলী রাজ (৩৮) গ্রেফতার হয়েছেন। অভিযুক্ত আলী রাজের বাসা থেকে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত টাকার একটি অংশ। জানা যায়, অজ্ঞাতনামা চোর/চোরেরা কৌশলে ভুক্তভোগী ব্যবসায়ীর দোকানে প্রবেশ করে ক্যাশবক্স ভেঙে নগদ ২,৫০,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে এসআই মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সহযোগিতায় চোরকে সনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে আসামি মো. আলী রাজকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে আসামির ব্যক্তিগত ওয়্যারড্রোবের ড্রয়ার থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে চোরাইকৃত টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়, যা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকাভুক্ত করা হয়। আসামির পূর্ববর্তী অপরাধের তথ্য যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও কাফরুল থানায় অন্তত পাঁচটি মাদক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে ১৯৯০ ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক ধারা। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আলী রাজকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বাকি চোরাইকৃত অর্থ উদ্ধার ও তার সহযোগী অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা বের করা সম্ভব হতে পারে। এ জন্য তার ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply