1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে ১২দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রমত্তা মেঘনার বুকে মুক্তিসরণির নৌভ্রমণ ও লেখক আড্ডা

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিসরণি সাহিত্য সংঘের আয়োজনে প্রমত্তা মেঘনা নদীর বুকে এক অনন্য নৌভ্রমণ ও লেখক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে এক ভিন্নধর্মী সাহিত্য আয়োজনের স্বাদ পেতে ঢাকা ও নারায়ণগঞ্জের নানা প্রান্ত থেকে সাহিত্যপ্রেমীরা অংশ নেন এই নান্দনিক ভ্রমণে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) গোধূলি বেলায় সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ঘাট থেকে মেঘনা নদীর বুকে শুরু হয় এই মনোমুগ্ধকর যাত্রা। তার আগে ঢাকা ও নারায়ণগঞ্জের নানা প্রান্ত থেকে কবি-লেখকরা এখানে এসে জড়ো হন।

মেঘনার বুকে ইঞ্জিন চালিত ট্রলারের ছইয়ার ওপর এবং ছইয়ার ভেতর বসেছিল প্রাণবন্ত আড্ডা, যেখানে কবিতা, গল্প, ছড়া, গান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমীরা অভূতপূর্ব কিছু সময় অতিবাহিত করেন। গোধূলির মায়াবী আলোয় নদীর ঢেউয়ের ছন্দের সঙ্গে মিলিয়ে যায় সৃজনশীল আলাপচারিতা, যা এই ভ্রমণে অংশ নেয়া সকলের মনে স্মরণীয় হয়ে থাকবে।

ভ্রমণের এক পর্যায়ে মেঘনা পাড়ের নির্জন রামপ্রসাদের চরে মনোরম প্রাকৃতিক পরিবেশে মুক্তিসরণি সাহিত্য সংঘের ৩য় লেখক আড্ডা অনুষ্ঠিত হয়। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে জমে ওঠে কবি-লেখকদের স্বরচিত লেখা পাঠ ও সাহিত্য আলোচনার আসর। মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি আমিনুল ইসলাম মামুনের সঞ্চালনায় এ লেখক আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পদক লেখক ও সাংবাদিক মেহেদী সম্রাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শিপন হোসেন মানব। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি সুমন হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাজিমউদ্দিন সুমন। অনাড়ম্বরপূর্ণ এ লেখক আড্ডায় সভাপতিত্ব করেন কবি লুৎফর রহমান সরদার।

এছাড়া আনন্দমুখর এ আয়োজনে অন্যান্যের মধ্যে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেছ, কবি জয়নুল আবেদীন জয়, কবি ও মূকাভিনয় শিল্পী জহিরুল ইসলাম মিন্টু ,কবি ইয়াকুব কামাল, কবি শুক্কুর মাহামুদ জুয়েল, নাট্যকর্মী মো. বশির খান, ও সাংবাদিক হাসান আহমেদ সহ অনেকেই।

লেখক আড্ডা শেষে মেঘনা পাড়ের রামপ্রসাদের চর থেকে তুলাতলী বাজার ভ্রমণ এবং প্রমত্তা মেঘনার বুকে চাঁদের আলোর লুকোচুরি দেখতে দেখতে গন্তব্যে পৌঁছার সময়টুকু নিশ্চয়ই সকলের স্মৃতির পাতায় একটি পালক হিসেবে যুক্ত থাকবে বলে মনে করেন মুক্তিসরণি সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মেহেদী সম্রাট। প্রকৃতির মাঝে সাহিত্যচর্চার এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

সংঘের সভাপতি আমিনুল ইসলাম মামুন জানান, এ আয়োজন সাহিত্যপ্রেমীদের জন্য নিছক একটি ভ্রমণ নয়, বরং এটি ছিল লেখালেখির নতুন দিগন্ত উন্মোচনের এক অনন্য উদ্যোগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি