চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৪ নং পুরানগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ১২জুন সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে আগুনের সুত্রপাত হলে স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও সাতকানিয়া ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। পুরানগড় ৩ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আশুতোষ দাশ জানান এই ঘর তালাবদ্ধ ছিল আগুন লাগার খবর পেয়ে আমি ছুটে আসি দেখতে পেলাম শতশত মানুষ বালতি করে পানি নিয়ে আগুন নিভাতে চেষ্টা করে।আমি সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলাম আগুন বাড়ীর পিছনে লেগেছে কে-বা কারা দিয়েছে আমি দেখেনি। পল্লী চিকিৎসক রাহুল কান্তি দাশ জানান আমি পুরানগড় নয়াহাটে ফার্মেসিতে ছিলাম আগুন লাগার খবর শুনেছি এই বাড়ির মালিক দীপক দাশ হত্যা মামলার আসামি বর্তমানে জেলে বন্দী।আমাদের প্রতিবেশী সুবীর চক্রবর্তীকে হত্যা করে।গত ২১মার্চ ২০২৫ ইং গ্রামবাসী চাইলে সেইদিন বসতঘরে আগুনে পুড়িয়ে দিতে পারত। আমরা দীর্ঘ তিন মাস এই ঘর পাহারা দিয়ে রাখছি। খুনিরা ভাড়াটিয়া দিয়ে আগুন লাগিয়েছে যাতে করে সুবীর চক্রবর্তী হত্যা মামলার বাদী সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। আমরা প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয় রুবেল দাশ ও বাবলু দাশ জানান এই ঘরের বৈদ্যুতিক লাইন ছিলনা রান্নাবান্না করেনি জনমানবহীন ঘরে কি করে আগুল লাগে আগুনের ভয়াবহতা দেখে মনেহয় কিছু দিয়ে আগুন লাগানো হয় যাতে দ্রুত সময়ে ঘর পুড়ে যায় খুনিরা নিজের ঘর পুড়িয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে ভয় দেখিয়ে সুবীর চক্রবর্তী হত্যা মামলার বাদী সাক্ষী ও মামলায় জামিন নিতে নাটক সাজিয়েছে। উল্লেখ্য গত ২১ মার্চ ২০২৫ ইং চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৭) খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে সাতকানিয়া থানায়। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখিল গ্রামের উত্তর পাড়ার অরুণ চক্রবর্তীর পুত্র সুবীর চক্রবর্তীকে জায়গা-জমির পুরনো বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে সংঘবদ্ধ স্থানীয় প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের বড় ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তীও আহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আহত পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তী (৩৯) বাদী হয়ে একই এলাকার রূপক দাশ, অলক দাশ, দ্বীপ্ত দাশ, সুদ্বীপ্ত দাশ, প্রিয়ন্ত দাশ কালু, দীপক দাশ, ঝুমুর দাশ, স্বপ্না দাশ ও অন্তরা দাশ প্রমুখ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন এই মামলায় বাড়ীর মালিক সহ ৬ জন আসামি জেল হাজতে বন্দী রয়েছে। আগুন লাগার কারণ জানতে চাইলে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ কুতুবী বলেন উপজেলার পুরানগড় ফকির খীল ৩ নং ওয়ার্ডে বসতঘরে আগুল লাগার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয় ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩ লক্ষ টাকা আগুন লাগার কারণ তদন্তে মাধ্যমে জানা যাবে। সাতকানিয়া থানায় এস আই বেলালের কাছে জানতে চাইলে তিনি জানান আগুন লাগার খবর পেয়ে ১৩ জুন ঘটনাস্থলে পরিদর্শন করি আগুন কে-বা কারা দিয়েছে তার প্রমান পাইনি তদন্তের মাধ্যমে জানা যাবে।
Leave a Reply