ঢাকা অফিস:
নবীন-প্রবীণ, কবি-সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদের আয়োজনে রাজধানীর পুরানাপল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের মিলনায়তনে ১১ জুলাই শুক্রবার, কবি কাজী নজরুল ইসলাম ও কবি আল মাহমুদকে নিবেদন করে জুলাই বিপ্লবে শহীদ গাজীদের স্মরণে ১২তম জাতীয় সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি পুঁথিসম্রাটখ্যাত কবি জালাল খান ইউসুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কথাশিল্পী খন্দকার আতিকের উপস্থাপনায় অনুষ্ঠানে ছিল আলোচনা, ছড়া, কবিতা ও পুঁথিপাঠ এবং সম্মাননা প্রদান। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক নব্বই দশকের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী জাকির আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভাষার সমকালীন জনপ্রিয় উপন্যাসিক কাসেম বিন আবুবাকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ জমির হোসেন। কথাশিল্পী, প্রাবন্ধিক ও গীতিকার প্রফেসর মো: আমির হোসেন। কবি ও লেখক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক। কথাশিল্পী ও সংগঠক কবি শাওন আসগর; সাহিত্যের লিটলম্যাগ আড্ডাপত্রের সম্পাদক কবি মনসুর আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি শফিকুল ইসলাম আরজু। অনুষ্ঠানে জাতীয় সাহিত্য সম্মাননা পেয়েছেন কবি হারিস মিজান, ছড়াশিল্পী জালাল আহমদ খালিসদার, সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া, সমাজ সেবক মিনা বেগম চৌধুরী, ব্যবসায়ী ফুরাই দেবনাথ, ডা. মুকুন্দলাল নাথ, নজরুল গবেষক নিশাত সারমিন জেসমিন, নারী উদ্যোগতা স্বর্ণালী আলম, সংগঠক নাজমুল হাসান রুমি, গীতিকার মুহম্মদ নজরুল ইসলাম, শিক্ষক খালেদা বেগম, প্রাবন্ধিক জাহিদ হাসান নয়ন, রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ। উৎসবে কথা, কবিতা, গান ও পুঁথিপাঠ করেন- কবি আহমেদ মঈন, ড. আফরোজা পারভীন, কবি আনিসুল হক হীরা, কথাশিল্পী বিএম এরশাদ, কবি এম এ আলীম, কবি সাঈফ সাদী, কবি গিয়াস হায়দার, কবি কানিজ সালমা, জিয়া হাশিম, মুজিবুর রহমান বাচ্চু, কবি দেলোয়ার হোসেন সিকদার, কবি শাহাজাদা সেলিম, কবি রাজলক্ষী, মুহম্মদ নজরুল ইসলাম, কণ্ঠশিল্পী মো: রফিকুল, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি আবুল কালাম আজাদ, মো: রিপন মৃধা, কণ্ঠশিল্পী লাবনী আক্তার, কবি সাইদুল ইসলাম, কবি খন্দকার জিল্লুর রহমান, মিলন মল্লিক, মনির হোসেন, কবি মোহাম্মদ শামীম মিয়া, রোমানা পারভীন, কবি আবু সাহেদ, কবি আব্দুল লতিফ প্রমূখ।
Leave a Reply