বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরের কদমরসুল ইউনিয়নের যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব গিয়াসউদ্দিন আহাম্মেদ (৮২) আর নেই। ১৭ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে নবীগঞ্জস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যঅগ করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় আলহাজ্ব গিয়াসউদ্দিন আহাম্মেদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এর প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি এক সময় বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যাচাই বাছাই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালণ করেন। তার মৃত্যুতে বন্দর উপজেলা সংসদের কামান্ডারসহ সকল সদস্য ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ জানিয়েছে।
Leave a Reply