বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ২৪নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় নবীগঞ্জস্থ কদমরসুল কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে। ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য এড রফিক আহমেদ, মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, ২৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো আব্দুল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন,গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা আপনারা অনেক নির্যাতন সহ্য করেছেন। সকল নেতাকর্মী পালিয়ে থেকেছেন। কেউ কেউ গ্রেফতার হয়ে বার বার জেল খেটেছেন। একের পর এক মামলা খেয়েছেন। গত ১৫ বছর দেশের সকল সরকারি অর্থ-সম্পদ আওয়ামী দোসরদের পকেটস্থ হয়েছে। আমরা চাই আওয়ামী দোসররা যেসব টাকা বিদেশে পাচার করেছে সেইসব টাকা যেন অবিলম্বে দেশে আনার ব্যবস্থা করেন। বিদেশে পাচার করা ওই টাকা এদেশের জনগণের। তিনি আরো বলেন,আওয়ামী সরকার নারায়ণগঞ্জকে গুম খুনের শহরে পরিণত করেছিল। ৭ খুনের মতো ভয়ংকর ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেনি। সরকারের মধ্যে ড. ইউনূস ভাল লোক হলেও তার দলের মধ্যে কিছু দুষ্ট লোক ঢুকেছে। তারা সরকারকে বিভ্রান্ত করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় দীর্ঘায়িত করতে চায়।
Leave a Reply