বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা এবং সারাদেশে ক্রমাগত আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা যুবদল।
১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে বন্দর থানা যুবদল নেতা দ্বীন ইসলাম প্রধানের নেতৃত্বে মিছিলটি বন্দরের ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় হতে শুরু হয়ে ইস্পাহানী ঘাট অতিক্রম করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের খানপুরস্থ কেন্দ্রীয় মিছিলে যোগদান করে।বিক্ষোভ মিছিলে দ্বীন ইসলাম প্রধান ছাড়াও অন্যান্যের মধ্যে অংশ নেন যুবদল নেতা মোহাম্মদ কাল্লু, মোহাম্মদ দিপু, মোহাম্মদ শামীম, মোঃ মাসুম, মোহাম্মদ কিরণসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা মিছিলপূর্বক পথসভায় বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। জনগনের কাঙ্খিত আশা পূরণ করতে ব্যার্থ অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুতই সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আহ্বান জানায় মিছিলে আগতরা।
Leave a Reply