নিজস্ব সংবাদদাতা:
কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের নেতা তানভির হোসেনের মুক্তির দাবী জানিয়েছে যুবদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। ৩১ জুলাই দুপুরে তাকে জেল হাজতে প্রেরণকালে নেতৃবৃন্দ কোর্ট চত্ত্বরে অবস্থান করে উক্ত প্রতিবাদে অংশ নেন। গণমাধ্যমকর্মীদের কাছে প্রদত্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন,যুবদল নেতা তানভির হোসেন একজন নিরীহ রাজনৈতিক কর্মী। বিগত জুলাই আগষ্টে সে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল অথচ সেই প্রতিবাদী রাজীনৈতিক কর্মীকে পূর্ব আক্রোশের জের ধরে একটি চক্র তাকে ফাঁসিয়ে দিয়েছে। আমরা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ অনতিবিলম্বে তানভির হোসেনকে নিঃশর্তে মুক্তি দানের জোরালো দাবি জানাচ্ছি। উল্লেখ্য,তানভির হোসেন নারায়ণগঞ্জ শহরতলীর কাশিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুসলিমনগর এলাকার মুক্তার হোসেনের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪সালের ১৬ অক্টোবর সংঘটিত একটি হত্যা মামলায় আসামী হিসেবে জড়িয়ে দেয়া হয়।
Leave a Reply