1. admin@dainikbijoy24.com : dainikbijoy-24 :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা’র শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত সাতকানিয়ার কেঁওচিয়ায় বাড়ির সংস্কার কাজে করতে বাঁধা দেয়ায় থানায় অভিযোগ! পতিত স্বৈরাচারদের গতিবিধি লক্ষ্য রাখুন যাতে কোন দুর্ঘটনা ঘটাতে না পারে। পাওনা টাকা চাওয়াতে সাংবাদিক ফাহিম কে মামলা এবং জানে মেরে ফেলার হুমকি কেরানীহাট রেলক্রসিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নগদ অর্থ দন্ড! বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র: সাগরে ড্রেজিং বন্ধে হাইকোর্টে রিট আজকালের সংবাদের প্রকাশককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ! মুন্সীগঞ্জে বিএনপিএর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি তোমরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে ৥ শাহানাজ জামান খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে ১২দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

বন্দরে পেশাদার সাংবাদিকদের নৌভ্রমণ ও আলোচনা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পাঠ করা হয়েছে

বন্দর প্রতিনিধি: 

বন্দর উপজেলায় কর্মরত মাঠপর্যায়ের পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে একদিনব্যাপী নৌভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে কলাগাছিয়া ট্রলার ঘাট থেকে একটি ট্রলারে করে স্থানীয় সাংবাদিকদের একটি দল মেঘনা নদীতে আনন্দ নৌভ্রমণে অংশ নেন। নদীভ্রমণ শেষে তারা হাজরাদী এলাকার একটি বিনোদন পার্কে এসে বিশ্রাম নেন এবং পরে সেখানে একটি আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় পেশাগত উন্নয়ন, সাংবাদিকতার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, বন্দরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকতা চর্চা অনেক সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে। তাই পেশাদারিত্ব বজায় রেখে একতাবদ্ধভাবে কাজ করাই সাংবাদিকদের জন্য আজ সবচেয়ে জরুরি।
বন্দরে প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক  ও  সিনিয়র সাংবাদিক জি এম সুমনের আয়োজনে নৌভ্রমন ও আলোচনায় অংশ নেন:
দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট গণমাধ্যমকর্মী সাব্বির আহমেদ সেন্টু, বাংলা টেলিভিশনের নিউজ প্রেজেন্টার কাজী সাঈদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বন্দর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন,  বন্দর প্রেসক্লাবের  প্রতিষ্ঠাকালীন সাবেক  দপ্তর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক  এস. এম. আবদুল্লাহ, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সিনিয়র ফটো সাংবাদিক   আমির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক ইমরান মৃধা, বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সংবাদ চর্চার বন্দর প্রতিনিধি শেখ আরিফ, দৈনিক নীরবাংলার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের বন্দর প্রতিনিধি দ্বীন ইসলাম, অগ্রবাণী প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শাহরিয়া প্রধান (ইমন), মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল প্রধান, ডান্ডিবার্তা পত্রিকার বন্দর প্রতিনিধি মেহেদী হাসান মুন্না, সাংবাদিক সাইদুর রহমান, প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতে এ ধরনের সাংগঠনিক কার্যক্রম ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আরও বেশি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী এ আয়োজনটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে বন্ধন, যোগাযোগ এবং পেশাগত শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি