লোহাগাড়া( চট্টগ্রাম)সংবাদদাতা:
মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। এসব বিষয়ে কোন ধরণের আপোষ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান।
৪আগস্ট ( সোমবার) সকালে লোহাগাড়ার শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, পদুয়া শামসুল আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে থানা প্রশাসনের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা মূলক সভায় এসব কথা তুলে ধরেন।
ওসি আরিফুর রহমান সকল শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ প্রদান করে বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিষয়ে কোন ছাড় নেই। লোহাগাড়ায় মাদক ব্যবসায়ীদের কোন প্রকার স্থান নেই। কোন বখাটে ইভটিজিং করতে আসলে তাকে কঠিনভাবে অপমানের সাথে প্রতিহত করতে হবে। কেউ ১৮ বছরের আগে বিয়ের বিষয়ে প্রস্তাব করলে প্রতিরোধ করে প্রতিবাদের সাথে প্রশাসনকে অবগিত করবে। যেন তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা যায়। যেকোন বিষয় নজরে পড়লে লোহাগাড়া থানা প্রশাসন এবং ৯৯৯ এ কল করার পরামর্শ দেন তিনি।
সচেতনামূলক সভার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত রোধে অভিযান পরিচালনা করা হয়।
সচেতনামুলক সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply