লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামে লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক ১ জন আসামীসহ ০১টি দেশীয় তৈরী পিস্তল, এ্যামুনেশন ৩ রাউন্ড, ২৩০ পিচ ইয়াবা, রাম দাঃ ০২টি,চাপাতি,২টি,বাটন মোবাইল ১৭টি,আ্যন্ড্রয়েড ফোন,০১টি অটো টিপ চাকু,০১টি উদ্ধার করতে সক্ষম হয় লোহাগাড়া সেনাক্যাম্পের বিশেষ টিম৷
আটককৃত আসামি হলেন, সাতকানিয়া, চাদগা পাড়ার বাসিন্দা, মৃত সালেহ আহমেদ এর পুত্র মোঃ জানে আলম (৩৫)।
( ৫আগষ্ট) মঙ্গলবার রাত আনুমানিক ৯টার সময়ে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার সেনা ক্যাম্পের বিশেষ অভিযানে ২৩০পিস ইয়াবাসহ মোঃ জানে আলম ( ৩৫) নামক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী আসামির স্বীকাররোক্তীতে তার নিজস্ব বাড়ি সাতকানিয়া উপজেলার,চাদগা পাড়া হতে উল্লেখিত সরাঞ্জম উদ্ধার করা হয়৷
ক্যাপ্টেন শাহরিয়া কবির জানান, বিশেষ সূত্রে আমরা খবর পেয়ে কয়েকদিন আমাদের সামরিক গোয়েন্দার নজরে রাখি । পরবর্তী আমরা বিশেষ আভিযান পরিচালনা করি এবং আমরা সফল হই৷ লোহাগাড়া উপজেলাধীন পদুয়া বাজার স্টেশনে অভিযান চালিয়ে জানে আলম নামের এক আসামিকে হাতেনাতে ২৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়৷ পরবর্তীতে আসামির নিজ বাড়ি হতে ০১টি দেশীয় তৈরী পিস্তল, এ্যামুনেশন ৩ রাউন্ড, রাম দাঃ ০২টি,চাপাতি,২টি,বাটন মোবাইল ১৭টি,আ্যন্ড্রয়েড ফোন,০১টি অটো টিপ চাকু,০১টি উদ্ধার করতে সক্ষম হয় লোহাগাড়া সেনাক্যাম্পের বিশেষ টিম।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ইয়াবা এবং অন্যান্য সরঞ্জাম সহ আসামীকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply